একটা জাতির উন্নতির
চাবিকাঠি হলো শিক্ষা। মেধা ও মননে আধুনিক চিন্তা ও চেতনায় প্রাগ্রসর একটি সুশিক্ষিত
জাতিই একটি দেশকে উন্নতির শিখরে পৌঁছে দিতে পারে।
শিশুর অন্তর্নিহিত
অপার বিস্ময়বোধ, অসীম কৌতুহল, আনন্দবোধ ও অফুরন্ত উদ্যমের মতো সার্বজনীন মানবিক বৃত্তির
সুষ্ঠু বিকাশে প্রয়োজনীয় পরিবেশ তৈরি করে, - সৎ, নির্ভিক ও মানবিক মূল্যবোধসম্পন্ন
মানুষ তথা জাতি গঠনে “কোয়ালিটি লারনার্স হাই স্কুল” 1990 সাল থেকে শিক্ষা কার্যক্রম
পরিচালনা করে আসছে।
আমাদের ভবিষ্যৎ
প্রজন্মকে বিশ্বমানের যোগ্য নাগরিক করে গড়ে তোলার উদ্দেশ্যে মানবিক গুনাবলীসম্পন্ন
ও জীবনমুখী শিক্ষাদানের মাধ্যমে সুশিক্ষিত ও আত্মমর্যাদাশীল মানুষ তথা জাতি গঠনে “কোয়ালিটি
লারনার্স হাই স্কুল” ভবিষ্যতেও নিরলসভাবে কাজ করে যাবে ইনশাআল্লাহ।